Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একযুগ পর গাইবান্ধা-সাঘাটা রুটে লোকাল বাস র্সাভিস চালু

মোস্তাফিজুর রহমান, সাঘাটা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ১০:৪৯ AM
আপডেট: ২৪ মে ২০১৯, ১০:৪৯ AM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


দীর্ঘ একযুগ পর গাইবান্ধা-সাঘাটা রুটে লোকাল বাস র্সাভিস চালু করলো গাইবান্ধা পরিবহন মালিক সমিতি। এতে জেলাগামী জনসাধারনের র্দূভোগ লাঘবে উচ্ছাসিত সাঘাটা ও ফুলছড়ি উপজেলাবাসী। তবে যাত্রী সাধারনের সংঙ্কা কোন কারনে বাস র্সাভিস বন্ধ না হয়ে যায়। 

গত ২১ মে সকালে গাইবান্ধা থেকে সাঘাটা রুটে ৬টি লোকাল বাস র্সাভিস উদ্বোধন করে গাইবান্ধা পরিবহন মালিক সমিতি ও  মিনি বাস ট্রাক পরিবহন মালিক সমিতি। 

গাইবান্ধা সরকারি কলেজ পড়ুয়া রাকিব বলেন, এই রুটে লোকাল বাস র্সাভিস চালু হয়ে অনেক ভালো লাগছে, আগে কলেজে যেতে সিএনজিতে অনেক সময় লাগতো সাথে দ্বিগুন ভাড়া দিতে হতো পরিক্ষা  ও ঈদের সময়গুলোতে সিএনজি ড্রাইভারা ভাড়া দ্বিগুনের সিন্ডিকেট করতো, তবে এখন লোকাল বাস চালু হওয়াতে ভাড়া ও সময় দুটোয় কম লাগবে আশা করি।

অফিসগামী অলমগীর কবির বলেন, আগে অফিস যেতে খুব কষ্ট হতো সিএনজিতে লোক ভর্তি না হওয়া পর্যন্ত ছাড়তো না তাই অনেক আগে বাসা থেকে এসে স্ট্যান্ডে অপেক্ষা কতে হতো এখন লোকাল বাস র্সাভিস চালু হওয়াতে সময় মতো অফিসে যেতে পারবো তবে এই বাস র্সাভিস যেন কোন ভাবে বন্ধ না হয় তার জন্য জোর দাবি জানাই।

এ ব্যাপারে গাইবান্ধা পরিবহন মালিক সমিতির সদস্য ভোলা মিয়া বলেন, গাইবান্ধা থেকে সাঘাটা রুটে প্রথম ১৯৯৩সালে বাস র্সাভিস চালু হয়ে ২০০৫ সাল পর্যন্ত ছিলো পরর্বতীতে রাস্তা খারাপ হওয়ায় ২০০৭ সাল পর্যন্ত দু একটি র্সাভিস চালুু থাকলেও বাস চলাচলে নানান সমস্যায় র্সাভিসটি বন্ধ হয়ে যায় আর র্দূভোগে পরে জেলাগামী সাধারন যাত্রীরা।

পরে সেই রুটে টেম্পু ও পরর্বতী ধাপে সিএনজি চালু হওয়া শুরু করে। ২০১৮ সালে গাইবান্ধা থেকে সাঘাটা রাস্তা সংস্কার কাজ শেষ হলে নতুন করে বাস র্সাভিসের উদ্দেগ্য নেয় গাইবান্ধা পরিবহন মালিক সমিতি। এই লক্ষে আপাততো ৬টি বাস দেয়া হয়েছে পরে যাত্রী চাহিদার উপর ৮টি বাস করার লক্ষ আছে পরিবহন মালিক সমিতির। তবে পরর্বতীতে এই বাস র্সাভিসটি বন্ধ হবে না। 

উল্যাবাজার কাউন্টার মাষ্টার নান্নু মিয়া বলেন, এই রুটে রাতে দ্ইুটি ঢাকাগামী কোচ ও সাকালে একাটি নীলফামারীগামী বাস র্সাভিস ছিলো তবে র্সাভিস গুলো যাত্রী সাধারনের প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিলো ফলে জেলা শহরের সাথে যাতায়াতে বেশ বিরম্বনায় পড়ে যাত্রীরা এই রুটে সিএনজি ড্রাইভারদের কাছে দ্বিগুন ভাড়ায় জিম্মি হয়ে ছিলো। তবে  এখন ৬টি লোকাল বাস র্সাভিস সকাল ৮টা থেকে ৩০ মিনিট পর পর বিকাল ৫টা পর্যন্ত চালু হওয়াতে যাত্রী সাধারন অনেক খুশি।

উল্লেখ্য এই রুটে লোকাল বাস র্সাভিস চালুর জন্য সাঘাটা ফুলছড়ি দুই উপজেলার মানুষ অনেক দাবি করে আসছিলো ফলে ২১ মে বাস র্সাভিস উদ্বোধন হওয়ার মধ্য দিয়ে দুই উপজেলার সাধারন ও চরাঞ্চলোর মানুষের জেলা শহর ও রংপুর বিভাগীয় শহরে যাতায়তের পথ সুগম হলো।
 

Bootstrap Image Preview