Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বোরো ধান সংগ্রহের বরাদ্ধ বৃদ্ধির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০৮:৩৮ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ০৮:৩৮ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের হাওরের কৃষকদের কাছ থেকে হয়রানি ও সিন্ডিকেট-ফড়িয়ামুক্ত পরিবেশে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের বরাদ্ধ বৃদ্ধির দাবিতে কৃষক সংহতি নামের একটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার (১৮ মে) শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, কৃষক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার সুধীজন অংশ নেন। তারা অবিলম্বে উৎপাদন অনুপাতে সরকারিভাবে সংগ্রহে ধানের বরাদ্ধ বৃদ্ধির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮-২০১৯ অর্থবছরে সুনামগঞ্জের হাওরে ১৩ লক্ষ ১২ হাজার ৫০০ মে.টন ধান উৎপাদন হয়েছে। চলতি মৌসুমে অর্থ বছরে কৃষকদের উৎপাদিত ধান থেকে মাত্র ৬ হাজার ৫০৮ মে.টন ধান নিবে সরকার। যা উৎপাদনের তুলনায় অতি নগণ্য। কৃষক পরিবার প্রতি মাত্র সাড়ে ১৮ কেজি ধান, যার আর্থিক মূল্য মাত্র ৪৮৩ টাকা সরকারকে দিতে পারবে কৃষক। এটা কৃষকদের প্রতি প্রহসন ছাড়া আর কিছুই নয়।  

বক্তারা অবিলম্বে কৃষকদের কাছ থেকে সংগৃহীত ধানের পরিমাণ বাড়িয়ে হয়রানিমুক্ত ও সিন্ডিকেটমুক্ত পরিবেশে ধান সংগ্রহের দাবি জানান। কৃষকদের প্রতি বৈষম্য কমিয়ে কৃষকদের শ্রমঘামে ফলানো বোরো ধানের ন্যায্যমূল্য প্রদানের দাবি জানান বক্তারা। 

কৃষক সংহতির নেতা সাংবাদিক শামস শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন- সিনিয়র আইনজীবী লেখক হোসেন তওফিক চৌধুরী, লেখক সুখেন্দু সেন হারু, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, অ্যাডভোকেট রুহুল তুহিন, সাংবাদিক পঙ্কজ দে, বিন্দু তালুকদার, সিপিবির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন, ওবায়দুর রহমান কুবাদ, আশরাফ হোসেন লিটন, গবেষক অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সত্যজিৎ আচার্য্য চন্দন, ছাত্র নেতা আসাদ মনি প্রমুখ। 

 

Bootstrap Image Preview