Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনে চলছে ভোটগ্রহণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ১০:০৫ AM
আপডেট: ১৮ মে ২০১৯, ১০:০৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে কনজারভেটিভ পার্টির নেতা স্কট মরিসন এবং লেবার পার্টির নেতা বিল শর্টেনের মধ্যেই মূলত লড়াই হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

শনিবার (১৮ মে) স্থানীয় সময় সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়।

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই নেতা সকালে কেন্দ্র পরিদর্শনে যান। তারা দুজনই জয়ী হওয়ার প্রত্যাশা করছেন। যদিও কোন দল বিজয়ী হতে পারে সে বিষয়ে কোনও পূর্বাভাস দেয়া হয়নি।

অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, ১৮ বছরের ওপরে সবার ভোট দেয়া বাধ্যতামূলক। সে হিসাবে এবার ১ কোটি ৬৪ লাখ ভোটার ভোট দিতে যাচ্ছেন যা দেশটির জন্য রেকর্ড।

প্রতি তিন বছর পর অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও ২০০৭ সালের পর কোনও প্রধানমন্ত্রীই পূর্ণমেয়াদে ক্ষমতায় থাকতে পারেনি। এ কারণে নির্বাচনে বিজয়ীদের পূর্ণমেয়াদে ক্ষমতায় থাকাই হবে বড় চ্যালেঞ্জ।

বিভিন্ন জরিপ থেকে জানা যায়, ভোটাররা অর্থনীতি, জীবনযাত্রার খরচ, পরিবেশ এবং স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ভোট দেবে। আর তরুণ ভোটাররা ভোট দেবে জলবায়ু পরিবর্তনের ইস্যুটি বিবেচনায় নিয়ে।

Bootstrap Image Preview