Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে বোমা বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত, আহত ৯

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৮:২৮ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০৮:২৮ PM

bdmorning Image Preview


বান্দরবানে মর্টার শেল (বোমা) বিস্ফোরণে সেনাবাহিনীর ২ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৯ জন।

শুক্রবার (১৭ মে) বেলা ১১টার দিকে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যদের নাম জাহিদুল ইসলাম (২৯) ও নিপুন চাকমা (২৭)। তারা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য।

জানা গেছে, কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের একটি টিম বান্দরবান সুয়ালকের আমতলী এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে ভারি অস্ত্রের ফায়ারিং টেস্ট করার জন্য এসেছে। শনিবার বিকেলে ওই এলাকায় তাদের ফায়ারিং করার কথা। তাই তারা আশপাশের ঝোপ-ঝার জঙ্গল পরিস্কার করছিল। এমন সময় পরিত্যক্ত মর্টার শেল (বোমা) বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ১০জন আহত হয়।

আহতরা হলেন- সৈনিক আসাদ, রাজু, হাসান, তারেকুল, মোস্তাফিজ ও আরিফসহ আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পার্শবর্তী চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে নেওয়া হয়।

সেখান থেকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে নিপুন চাকমাও মারা যায়। নিহত জাহিদের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য আছুমং জানিয়েছেন, তারা বড় ধরনের বিস্ফোণের শব্দ শুনেছেন। এর পর হতাহতদের নিয়ে যেতে দেখেছেন। ঘটনার পর ওই এলাকা সেনাবাহিনী ঘিরে রেখেছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন- সুয়ালকে একটি বিস্ফোরনের ঘটনা ঘটেছে এতে নিহত ও আহত হওয়ার খবর শুনেছি।

Bootstrap Image Preview