Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘মমতা মানসিক ভারসাম্যহীন’ বিজেপি নেতার ট্যুইট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৬:১০ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০৬:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ফের একবার কুৎসিত মন্তব্য করলেন বিজেপি নেতা অনিল ভিজ। এর আগে বাংলার মুখ্যমন্ত্রীকে 'রামায়ণের রাক্ষসী' বলেছিলেন হরিয়ানার এই নেতা।

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে মোদী-মমতা তরজার মধ্যেই তৃণমূল কংগ্রেস নেত্রীকে 'মানসিক ভারসাম্যহীন' বলে মন্তব্য করলেন হরিয়ানার বিজেপি নেতা অনিল ভিজ।

শুক্রবার এক ট্যুইটে হরিয়ানার মন্ত্রী বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে কোনও মানসিক ভারসাম্যহীনের বসা উচিত কিনা রাষ্ট্রপতির ভাবা উচিত।'

চলতি লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ও বিজেপি-র বিরুদ্ধে আক্রমণের তীব্রতা ব্যাপক হারে বাড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। প্রতি জনসভা থেকেই বিজেপি-র উচ্ছেদের ডাক দিচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রীকে 'দেশের সবচেয়ে বড় বিপদ' আখ্যা দিয়ে বিজেপি ফিরলে দেশে দাঙ্গার আশঙ্কা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

এর আগেও বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করে এই ধরনের ট্যুইট করেছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী ভিজ।

Bootstrap Image Preview