Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘শাসনের ছুতোয় কোনও ছাত্রীর গায়ে হাত দেওয়া যাবে না’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৪:২৭ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০৪:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শাসনের ছুতোয় কোনো ছাত্রীর গায়ে হাত না দেওয়াসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বাক্স স্থাপনের জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

শুক্রবার (১৭ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক বিশেষ সভায় এই নির্দেশ দেন তিনি।

প্রতি সপ্তাহে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে অভিযোগ বাক্স খুলে নামে-বেনামে দেওয়া সকল অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে প্রধান শিক্ষকের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

সম্প্রতি বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানীসহ কুপ্রস্তাব দেওয়ার বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষককে ভৎর্সনা করেন জেলা প্রশাসক।

সভায় যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সর্বোচ্চ সতর্ক থাকা, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে ঘন ঘন সভা করাসহ কোচিং সেন্টার ও নোটবুক বন্ধের জন্য নির্দেশনা দেন জেলা প্রশাসক।

সভায় জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview