Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩০০ টাকার জন্য সিএনজি চালককে খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ১০:১৬ PM
আপডেট: ১৬ মে ২০১৯, ১০:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাওনা তিনশ’ টাকা চাওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জোবায়ের আলম হাসান (২২) নামের এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মারাত্মক আহত হয় নিহতের বাবা, মা ও চাচা। 

বুধবার (১৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কেন্দুয়া থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে প্রতিপক্ষের আবুল কালাম আজাদ, খোকন ও ঝরনা আক্তার নামে তিনজনকে আটক করেছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আলমপুর গ্রামের রুহুল আমিন বাঙ্গালীর ছেলে জোবায়ের আলম হাসান একই গ্রামের আবুল কালাম বাঙ্গালীর ছেলে আশরাফুল বাঙ্গালীর কাছে তিনশ’ টাকা পাওনা ছিল।

পাওনা টাকা নিয়ে বুধবার সন্ধ্যার দিকে আশরাফুল বাঙ্গালীর সঙ্গে জোবায়ের আলম বাঙ্গালীর বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে রাতে জোবায়েরকে একা পেয়ে আশরাফুল ধারালো অস্ত্র নিয়ে হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে।

এ সময় জোবায়েরকে বাঁচাতে গেলে তার বাবা রুহুল আমিন বাঙ্গালী, মা কল্পনা আক্তার ও চাচা ফারুক বাঙ্গালীকেও কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে জোবায়ের আলম হাসানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এছাড়া গুরুতর আহত রুহুল আমিন বাঙ্গালী, ঝরনা আক্তার ও ফারুক বাঙ্গালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিষয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া বলেন, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে এবং আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

 

 

Bootstrap Image Preview