Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতার বিতরণে তারা উদ্যমী প্রাণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০৮:২৪ PM
আপডেট: ১৫ মে ২০১৯, ০৮:২৪ PM

bdmorning Image Preview


ছোট দেশটাকে নিয়ে ছোটখাটো স্বপ্নই দেখি। হঠাৎ হয়তো কখনো ঘুম ভেঙে দেখবো এখানে কোনো খিদে নেই, রাস্তার পাশে কেউ হাত পেতে নেই, সবুজ দেশটা সবুজ...আরো সবুজ। এসব স্বপ্ন কাঁধে নিয়েই একদল তরুণের পথচলার শুরু। অবশ্য তাদের মূলমন্ত্র মোটেও সব পরিবর্তন করে ফেলা না, তবুও তারা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। যদি কখনো দেশটা হঠাৎ বদলে গিয়ে স্বপ্নের মতো হয়ে যায় তাহলে বলতে তো পতাব্ব তারা, হ্যা আমিও ছিলাম, আমিও ছিলাম! 

বলছিলাম 'লাইফ সার্ভ বাংলাদেশ' এর কথা। একদল উদ্যমী তরুণ-তরুণীদের উদ্যোগে গড়ে উঠেছে এই সংগঠনটি। নানান্ রকম সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে সারাবছরই জমকালো থাকে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। এইতো চলতি মাসেই তাদের একটি ইভেন্ট সম্পন্ন হলো। 

পবিত্র রমজান মাস রহমতের মাস। এসময় সবচেয়ে পরিচিত দৃশ্য ইফতার-এর দৃশ্য। তাইতো  লাইফ সার্ভ বাংলাদেশ   প্রতি বছর এই সময় সেজে ওঠে নতুনভাবে। সুবিধাবঞ্চিত, এতিম শিশুদের নিয়ে একসঙ্গে ইফতারের আয়োজন করেছে শ্যামলী  গোল্ডেন স্ট্রিট রোডের বস্তিত। গোল্ডেন স্ট্রিট রোডের বস্তির অর্ধশতাধিক শিশু ও বৃদ্ধাদের  সঙ্গে ইফতার করতে  পেরেছে। এ সময় শিশুরা লাইফ সার্ভ বাংলাদেশ সকলের সঙ্গে একান্ত সময় কাটায়। তারা আবৃত্তি, ছড়া, এবং তেলাওয়াত  শোনায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবিকা ইন্না  ইসলাম ও লাইফ সার্ভ বাংলাদেশের ফাউন্ডার মোহাম্মদ আজাদ হোসেন,ও সকল ভলান্টিয়াররা। 

গত ২ বছর ধরে লাইফ সার্ভ বাংলাদেশের কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। সমাজ ও পরিবেশ কল্যাণে- বৃক্ষরোপন, বৃদ্ধাশ্রমে সাহায্য-সহযোগিতা করা, সুবিধাবঞ্চিত শিশুদের বই খাতা কলম দেওয়া সহ আরো নানান সব সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তারা। 

আগামীতে আর ভালো কিছুর প্রচেষ্টা সংগঠনের প্রত্যেকের চোখে-মুখে। 

Bootstrap Image Preview