Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফটিকছড়িতে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক খুন

মনজুর হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০৭:২১ PM
আপডেট: ১৫ মে ২০১৯, ০৭:২২ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের ফটিকছড়ির বখতপুরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশির ছুরিকাঘাতে আবুল মনছুর (৩২) নামে এক যুবক খুন হয়েছে।

মঙ্গলবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বখতপুর ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত মনছুরের ভাই মুহাম্মদ আকবর ও তার চাচা জহুর ছাফা গুরুতর আহত হয়েছেন। নিহত মনছুর বখতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিয়া বাড়ীর মুহাম্মদ মিয়ার পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বখতপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য সুমির স্বামী বাবু এবং তার সহযোগী মোহাম্মদ ফিরোজ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার বিকালে শান্তিরহাট বাজারে দু'পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে বাবু ও ফিরোজ আবুল মনসুরকে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলে ঘুরে পড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে বখতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় বাবু ও ফিরোজ নামের দুই যুবক কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল মনছুরকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার ঘটনাস্থলে যান এবং তিনি মৃত্যুর খবর নিশ্চিত বলেন, ঘটনাস্থলে এসেছি। মনসুর নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং এ ঘটনায় আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

Bootstrap Image Preview