Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাতকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন 

হাসান আহমদ, ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৯:৫৫ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৯:৫৫ PM

bdmorning Image Preview


ছাতকে লোডশেডিং নামে বিদ্যুৎ বিভ্রাট বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  

শুক্রবার (১০ মে) দুপুরে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বাজারের ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের লোকজন অংশ নেন।

ব্যবসায়ী হাজি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি আশরাফুল হকের পরিচালনায় মানববন্ধন চলাকালীন পথ সভায় বক্তব্য রাখেন- বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি আলমগীর হোসেন, ব্যবসায়ী ডা. মঈন উদ্দিন, সুহেল মিয়া, সাজুর মিয়া, পবিত্র মালাকার, রুবেল মিয়া, আজিজুর রহমান, আবদুল লতিফ, রানা মিয়া, রফু কর, এলাকাবাসীর পক্ষে অমির মিয়া, ওয়ারিছ আলী, শুয়াইবুর রহমান, মিজানুর রহমান, নজরুল ইসলাম, সেবুল মিয়া, রুবেল আহমদ প্রমুখ।

পথ সভায় বক্তারা বলেন, এখানকার বিদ্যুতের সমস্যা এখন যেনো নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে। এমন বিড়ম্বনা দেশের আর কোথাও আছে কিনা আমাদের জানা নাই। কোন কারণ ছাড়াই এখানে বিদ্যুৎ বন্ধ করে রাখা হচ্ছে। এমনকি সামান্য বৃষ্টি হলেই এখানকার বিদ্যুৎ সরবরাহ ১৮ ঘণ্টা থেকে ৩৬ ঘণ্টা পর্যন্ত বন্ধ করে রাখা হচ্ছে। দিনের পর দিন বিদ্যুৎ না থাকায় বাজারের ব্যবসা বাণিজ্যে চরম ব্যাঘাত ঘটছে।

বক্তারা আরো বলেন, এখানে তারাবির নামাজ ও সেহেরির সময়ও অনেক সময় বিদ্যুতের দেখা মিলছে না। এতে নামাজ ও সেহেরি খেতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বক্তারা, অব্যাহত লোডশেডিং ও বিদ্যুৎ বিড়ম্বনার জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে অবিলম্বে সমস্যার সুরাহা করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।  

Bootstrap Image Preview