Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাতকে চরের ভুমিতে বসবাস করা ভুমিহীনকে উচ্ছেদে মরিয়া দখলদার চক্র

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০৮:০৬ PM
আপডেট: ০৯ মে ২০১৯, ০৮:০৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


ছাতকের গোবিন্দগঞ্জে বটেরখাল নদীর চরে সরকারি ভুমিতে বসবাস করা ভুমিহীন মকবুল আলীকে উচ্ছেদ করতে একটি দখলদার চক্র মরিয়া হয়ে উঠেছে। প্রতিনিয়ত ভয়-ভীতিসহ মকবুল আলীর উপর হামলা করে এ ভুমি দখল নিতে চেষ্টা করে যাচ্ছে তারা।

বর্তমানে মকবুল আলীর বসতঘরের চতুর্দিকে বেড়া দিয়ে স্বাভাবিক চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে প্রতিপক্ষের লোকজন।

ভুমিহীন মকবুল আলী গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চাকলপাড়া গ্রামের মৃত আয়বর আলী ওরফে ফকির ধনের পুত্র।

মকবুল আলী জানান, ২০০৪ সাল থেকে বটেরখাল নদীর চরে সরকারি ভুমিতে সে ভুমিহীন হিসেবে পরিবার নিয়ে বসবাস করে আসছে। চরের ভুমি দখলে নিতে বিশ্বনাথ উপজেলার মাধবপুর গ্রামের লোকজন মকবুল আলীর উপর বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে।

গত ১৫ এপ্রিল ও ৭ মে এ ভুমি দখল করতে পরিকল্পিতভাবে মকবুল আলী ও তার পরিবারের উপর পৃথক হামলা চালায় প্রতিপক্ষরা। এতে মকবুল আলী, তার স্ত্রী ইছরাতুন নেছা ও কন্যা নাজমা বেগম, নাছিমা আহত হয়। গুরুতর আহত ইছরাতুন নেছাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে প্রতিপক্ষরা মকবুল আলীর বসত ঘরের চারদিকে বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। ফলে এ পরিবারের লোকজনসহ স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না।

মকবুল আলী আরো জানান, সিডিপি ব্রিক ফিল্ডের সামনে পূর্ব রামপুর মৌজার নদী ভরাট অংশ সরকারি খাস খতিয়ানভুক্ত ১৭.৬৯ একর ভুমি রয়েছে।

এর মধ্যে বেশ কিছু ভুমি নিজ দখলে নিয়ে দ্বি-তল ভবনসহ স্থায়ী স্থাপনা  নির্মান করেছে দখলদাররা। মকবুল আলীর বসত ভিটাসহ বাকী ভুমিরও মালিকানা দাবী করে দখলের পায়তারা করছে তারা। বর্তমানে মকবুল আলী তার পরিবার নিয়ে চরম বিপাকে রয়েছ।
 

Bootstrap Image Preview