Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে সাংবাদিকের পা ভেঙ্গে দেয়ার ঘটনায় একজন আটক

হাবিব সরোয়ার আজাদ
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৭:৫৯ PM
আপডেট: ০৮ মে ২০১৯, ০৭:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সুনামগঞ্জের শাল্লায় জয়ন্ত সেন নামের স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান হামলাকারিকে থানা পুলিশ আটক করেছে। 

বুধবার (৮ মে) সকালে উপজেলার আনন্দপুর গ্রাম থেকে হামলায় নেতৃত্বদানকারি মুলহোতা গোপাল রায়কে থানা পুলিশ আটক করে।
আটককৃত গোপাল উপজেলার আনন্দপুর গ্রামের মৃত নগেন্দ্র রায়ের ছেলে। 

প্রসঙ্গত, সুনামগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিকের শাল্লা উপজেলা প্রতিনিধি জয়ন্ত সেনের উপর মঙ্গলবার সন্ধায় সুনামগঞ্জ আসার পথে নৃশংস হামলা চালিয়ে তার ডান পা ভেঙ্গে দিয়ে মৃত ভেবে হাওরের পাশে নির্জন স্থানে ফেলে রেখে যায় গোপালের নেতৃত্বে থাকা সংঘবদ্ধ দুবৃক্তরা। 

ওই রাতে আশংকাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

জয়ন্ত’র পরিবারের লোকজন জানান, মঙ্গলবার সন্ধ্যায় পুর্বে একদফা এলাকার গোপাল রায়, রিংকু রায়, ইন্দ্র রায় সহ কয়েকজন বাড়ি থেকে বের হলেই জয়ন্ত সেনের ওপর হামলার প্রস্তুতি নিয়ে  বাড়ি ঘেরাও করে রাখে। 

পরে দুবৃক্তদের ভয়ে ওইদিন সন্ধ্যায় তিনি বাড়ি থেকে সুনামগঞ্জে যাবার পথে ফের ওৎ পেতে থাকা দুবৃক্তরা নিয়ামতপুর ও জয়পুর নামক স্থানে তাকে বেধড়ক মারধর করে তার ডান পা ভেঙ্গে দেয়। মাথা, গলা, কাধ ও বুকে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দুবৃক্তরা হামলার পর তাকে মৃত ভেবে হাওরের নির্জন স্থানে ফেলে রেখে যায়। পরে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্যারের পর রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

হামলাকারীরা জয়ন্তর ব্যবহৃত লেপটপ ও দুটি মোবাইল ফোন ও বাড়ি থেকে নিয়ে আসা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।  

এলাকাবাসী জানান, উপজেলার আনন্দপুর গ্রামের গোপাল রায় এলাকার এক হতদরিদ্র শিশু কন্যাকে কয়েক মাস আগে ধর্ষণের চেষ্টা করলে জয়ন্ত সেন সংবাদ প্রকাশ করেন। গোপালের ভয়ে পরে ওই শিশুকন্যাকে অন্যস্কুলে ভর্তি করান অসহায় পিতা।  

ওই ঘটনায় পরপর সংবাদ প্রকাশ করায় জয়ন্ত’র ওপর ক্ষুব্দ হয় গোপাল ও তার সাঙ্গপাঙ্গরা।

পরবতীর্তে একই গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে দু’দল জুয়ারি সংঘর্ষে জড়ালে সংবাদ প্রকাশের জের রিংকু নামের এক জুয়ারিকে প্রভাবিত করে অহেতুক সাংবাদিক জয়ন্ত’র উপর হয়রানিমূলক মামলা দায়ের করায় চতুর গোপাল রায়।

বুধবার শাল্লা থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, সাংবাদিক জয়ন্ত’র ওপর হামলার ঘটনায় মুল হোতা গোপালকে আট করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ব্যপারে মামলা দায়েরের বিষযটি প্রক্রিয়াধীন রয়েছে।
 

Bootstrap Image Preview