Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় ৯ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০৩:২৯ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় সরকারি লিজকৃত পুকুরে জোরপূর্বক ৯ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, এবছর মহসিন আলী উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে ৩ বছর মেয়াদী উপজেলার ডাহিয়া ইউনিয়নের হাতিগাড়া মৌজার ১৯.৫৬ একর পুকুরের ইজারা গ্রহণ করে। পূর্ববর্তী ৩ বছর থেকেও তিনিই চাষাবাদ করে আসছেন।

ঘটনার দিন ৩০ এপ্রিল আইয়ুব, শাহাদত, মুছার নেতৃত্বে মহসিনের কাছে দুই লক্ষ টাকার চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সেই রাতে তারা ১৫০ মণ বিভিন্ন প্রজাতির মাছ মেরে নেয়। এতে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত মাছ চাষী মহসিন আলী।

এবিষয়ে মহসিন আলী গত ১লা মে সিংড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ নিয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  


 

Bootstrap Image Preview