Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘুমের মধ্যে গিলে ফেলা ইয়ারপড এখনো কাজ করছে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ১১:১৭ AM
আপডেট: ০৭ মে ২০১৯, ১১:২১ AM

bdmorning Image Preview
প্রতীকী


গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন যুবক। কান থেকে খসে পড়েছিল অ্যাপল'র এয়ারপড। ঘুম ভাঙার পর ইয়ারপড জোড়ার একটি কোথাও খুঁজে পাচ্ছিলেন না ওই যুবক। এর পর নিজের আইফোনের অ্যাপ থেকে হারিয়ে যাওয়া ইয়ারপড খোঁজার চেষ্টা শুরু করেন তিনি। সম্প্রতি এমনি অদ্ভুত এক ঘটনা ঘটেছে তাইওয়ানে। 

এসময় ওই যুবদ খেয়াল করেন, তাঁর খুব কাছেই কোথাও ‘বিপ বিপ’ শব্দ হচ্ছে। কিছুক্ষণ পর তিনি উপলব্ধি করেন, আওয়াজটা আসছে তাঁর পেটের ভিতর থেকেই!

ওই অবস্থাতেই স্থানীয় হাসপাতালে ছুটে যান ওই যুবক। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন, হারিয়ে যাওয়া ইয়ারপডটি রয়েছে যুবকের পাকস্থলিতেই। কোনভাবে সেটি যুবকের পেটে চলে গেছে। মলের সঙ্গে যদি ওই ইয়ারপড পেট থেকে বেরিয়ে না আসে, সে ক্ষেত্রে অস্ত্রপচারের মাধ্যমেই ওটি শরীর থেকে বের করা হবে। 

তবে অস্ত্রপচারের ঝক্কি আর পোহাতে হয়নি ওই যুবককে। কারণ, পরদিন মলের সঙ্গেই বেরিয়ে আসে ওই ইয়ারপড। এরপর ইয়ারবাডটি ভাল করে ধুয়ে, শুকিয়ে ফের ব্যবহার করে দেখেন ওই যুবক। ঠিক মতোই কাজ করছে ওই ইয়ারপড।

ডেইলি মেইল'র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুবকের নাম বেন সু। জানা গেছে, সুস্থ রয়েছেন বেন। তবে হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, এয়ারপডস এর খাপে লিথিয়াম ব্যাটারি সরাসরি শরীরের পাকস্থলি বা ক্ষুদ্রান্ত্রের সংস্পর্শে এলে মারাত্মক বিপদ হতে পারত!

Bootstrap Image Preview