Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে মেধা মূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণ

তোফায়েল পাপ্পু, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৫:৫০ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৬:২৫ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন করা হয়েছে। এসময় ২০ জনকে মেধা মূল্যায়নী সনদপত্র বিতরণ, শিক্ষা উপকরন বিতরন করা হয়। এর মধ্যে তিন জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়। 

শুক্রবার (৩ মে) বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দরিদ্র ও এতিম সমাজ কল্যাণ সংস্থা’ এ আয়োজন করে। গত ১৯ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়, মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিনেন্দু ভৌমিক, বালাগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক অবিনাশ আচার্য্য, প্রাথমিক শিক্ষক সমিতির শ্রীমঙ্গল শাখার সভাপতি জহর তরফদার, টি হ্যাভেন রিসোর্টেও ব্যবস্থাপনা পরিচালক আবু সিদ্দিক মুসা, দরিদ্র ও এতিম সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্ঠা রহীমা বেগম, এস.কে দাশ সুমন, নুরুর রহমান প্রমুখ।

Bootstrap Image Preview