Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন 

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০৯:১১ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০৯:১১ PM

bdmorning Image Preview


ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।   

শুক্রবার (৩ মে) দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  

মানববন্ধন চলাকালে কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সহ-সম্পদক দুর্জয় দও পুরকাস্থ সঞ্চালনায় এক সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দিনদিন বাড়ছে। মানুষ চরমভাবে উদ্বিগ্ন। মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহানকে যারা নিষ্ঠুরভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে তাদের ফাঁসি দিতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এসব জঘন্য অপরাধ আরও ঘটবে। নুসরাতের মতো আরও অনেকে এই পরিণতির শিকার হবে। বাংলাদেশে এভাবে আর যেন কোনো নুসরাতের মৃত্যু না হয়। পাশাপাশি সমাজের সবশ্রেণি পেশার লোকজনকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এসময় সমাবেশে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়াম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট আবুল হোসেন, সাংবাদিক ও অ্যাডভোকেট খলিল রহমান, কর্নিকার মুক্ত স্কাউটস দলের সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মো.বুরহান উদ্দিন, সাংবাদিক কুলেন্দু শেখর দাস, সাংবাদিক মো.আমিনুল হক কৃষক নেতা আব্দুল কাউয়ুম প্রমুখ। 

সমাবেশে কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সহ-সম্পদক মো.তাহের আলী, সদস্য অমিত দাস গুপ্ত, জাকারিয়া ইমন, লুৎফুর রহমান, সৈকত পাল, অনুশ্রী দাস, বর্ষা আক্তার, রাজ, সাগর, সামসুল, সজিব প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

Bootstrap Image Preview