Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামঞ্জে বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হাবিব সরোয়ার আজাদ
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০২:৫৮ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০২:৫৮ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ২৮ ব্যাটলিয়ন সুনামগঞ্জ’র ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ মে) ব্যাটালিয়নের সুনামগঞ্জ হেডকোয়ার্টারে এ প্রতিষ্ঠা বার্ষিকীকে উদযাপন করা হয়।এতে দিনব্যাপী বিশেষ মোনাজাত, পতাকা উত্তোলন,কেঁক কাটা, বিশেষ দরবার, অধিনায়কের বিশেষ দরবার, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচী পালিত হয়। 

এদিন সকালে ‘৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী’ উদযাপন উপলক্ষ্যে ইউনিট কোয়ার্টার গার্ডে রেজিমেন্টাল পতাকা উত্তোলন করা হয়। এরপর ব্যাটালিয়নের অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিক/অসামরিক কর্মচারীদের উপস্থিতিতে ব্যাটালিয়ন অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।

বিশেষ দরবারে বক্তব্য রাখেন ব্যাটলিয়ন অদিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম। সন্ধায় ব্যাটলিয়নের বিজিবির নিজস্ব শিল্পী ও অতিথি শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘‘মূখরিত সীমান্ত’র ব্যানারে সংঙ্গীত সন্ধার আয়োজন করা হয়।

ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রীতিভোজ এবং সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ শহিদুল ইসলাম পিএসসি।

অন্যদের মধ্যে ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাকসুদুল আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার, সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন দফতরের উর্দ্ধতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সুনামগঞ্জ ব্যাটালিয়নের সকল সদস্য ও পরিবারবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
 

Bootstrap Image Preview