Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এটিএম শামসুজ্জামানের অবস্থা স্থিতিশীল, লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০১:০৪ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০১:০৪ PM

bdmorning Image Preview


প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের অবস্থা স্থিতিশীল, লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ছোট ভাই সালেহ জামান সেলিম।

তিনি বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, এটিএম শামসুজ্জামানের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ৭৮ বছর বয়সী এই শিল্পী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে অধ্যাপক রকিব উদ্দীন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা প্রসঙ্গে হাসপাতালটির এ্যাসোসিয়েট কনসালটেন্ট ডা. তারিকুল হামিদ বলেন, তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। ফুসফুসের অবস্থাও এখন ভাল। শরীরের অন্য অঙ্গগুলো ঠিকভাবে কাজ করছে। তবে এখনই তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

সেলিম জামান বলেন, এটিএম শামসুজ্জামানকে দেখতে বুধবার হাসপাতালে আসেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তারা সরকারীভাবে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। এমনকি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রয়োজন হলে সেটাও করা হবে জানিয়ে গেছেন। এছাড়া লন্ডনে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন।

প্রসঙ্গত, একুশে পদকজয়ী বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে গত মঙ্গলবার বিকেলে লাইফ সাপোর্টে নেয়া হয়। এর আগে গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মলমূত্র বন্ধ হয়ে যায়। একইসঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়। ওইদিন রাত এগারোটার দিকে তাকে ভর্তি করা হয় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে। শনিবার দুপুরে প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে পর্যবেক্ষণে রাখা হয় এটিএম শামসুজ্জামানকে। সোমবার চিকিৎসকদের পরামর্শে তাকে কেবিন থেকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার বিকেলের দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

Bootstrap Image Preview