Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এরশাদের দলে হিরো আলম হলেন সহ-সাংগঠনিক সম্পাদক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৮:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


দেশের আলোচিত-সমালোচিত অভিনেতা আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দলে পদ পেয়েছেন। জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার সংগঠনের সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা এক সাংগঠনিক আদেশে হিরো আলমকে জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করেন।

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সংগঠনের সভাপতির প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ প্রদান করেন। যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। হিরো আলম নিজ হাতেই সাংগঠনিক আদেশপত্র গ্রহণ করেছেন।

সংগঠনের মুখপাত্র ইঞ্জিনিয়ার রকি জানান, গত ১ মে সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করেন হিরো আলম। এরপর সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হলেন।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুট করেই তারকা বলে যান বগুড়ার ছেলে হিরো আলম। এরপর বিভিন্ন সময় বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করে দেশ-বিদেশে আলোচনা-সমালোচনার পাত্র হন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পার্টিতেই অবশেষে মর্যাদা পেলেন বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে হিরো বনে যাওয়া আশরাফুল হোসেন হিরো আলম।

Bootstrap Image Preview