Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘পঁচা মাছের বাজার দিয়ে পুঁজিবাজার চলবে না’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ১১:৩১ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশিদ বলেছেন, পঁচা মাছের বাজার দিয়ে পুঁজিবাজার চলবে না।

আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন কার্যক্রম এসএমই এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

কাজী ফিরোজ রশিদ বলেন, গত সাত বছরে যারা পুঁজিবাজারে এসেছেন তারা পঁচা মাছের বাজার। কমিশন দিয়ে তাদের শনাক্ত করুন। এদের কারণেই পুঁজিবাজারের বিনিয়োগকারীরা পথে বসেছেন।

এ সময় তিনি আরও বলেন, প্রত্যেক দিন মানুষের শরীর থেকে রক্ত নিলে মানুষ কি বেঁচে থাকবে। বর্তমানে পুঁজিবাজারের অবস্থা ঠিক এমনই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান প্রফেসর আবুল হাশেম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসোপানে পৌঁছেছে। তাকে আমাদের সকলের সহযোগিতা করা প্রয়োজন।

অনুষ্ঠানে এসএমই কার্যক্রমের পুরো বিষয় তুলে ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জের মেনেজিং ডিরেক্টর কেএম মাজেদুর রহমান।

তিনি বলেন, অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে এসএমই খাত। ক্ষুদ্র ব্যবসায়ীদের পুঁজি উত্তলন ও ঋণ সুবিধা পাবে এই খাতে। সাথে সাথে তারা পুঁজিবাজারে বিনিয়োগও করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, নতুনদের জন্য কর্মসংস্থান সুযোগ হবে এখাতে।

তিনি বলেন, তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

 ড. এম খায়রুল হোসেন বলেন, শক্তিশালী পুঁজিবাজার ছাড়া সমৃদ্ধশালী অর্থনীতি সম্ভব নয়।

Bootstrap Image Preview