Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এইচএসসি পরীক্ষার হলে খাতা দেখাদেখি নিয়ে দুই ছাত্রের মারামারি, শিক্ষককে অব্যাহতি

ধরমপাশা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০৭:৩৩ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০৭:৩৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


সুনামগঞ্জের ধরমপাশায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রের ভেতরে একে অপরের খাতা দেখাদেখি করা নিয়ে মারামারি করেছেন দুই এইচএসসি পরীক্ষার্থী।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২ নম্বর কক্ষে তাদের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কলেজের এক শিক্ষক ও পরিদর্শককে দায়িত্বে অবহেলার অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বহিষ্কৃত দুই পরীক্ষার্থী হলেন- আলম মামুন ও শাকিল আহমেদ। দুজনই ধরমপাশা সরকারি কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী শিক্ষক-শিক্ষার্থীরা জানান, সকাল ১০টা থেকে উপজেলার জনতা মডেল উচ্চবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পৌরনীতি ও সুশাসন বিষয়ের পরীক্ষা শুরু হয়। ওই কেন্দ্রের ২ নম্বর কক্ষে শাকিল আহমেদ পেছনের বেঞ্চে ও আলম মামুন তাঁর সামনের বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালে খাতা দেখাদেখি নিয়ে একে অন্যকে কিলঘুষি মারেন। একপর্যায়ে কলম ও স্টিলের স্কেল দিয়ে একে অন্যকে আহত করেন।

এদিকে দুই পরীক্ষার্থীর মারামারি ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপজেলার বাদশাগঞ্জ সরকারি কলেজের প্রভাষক জীবন চৌধুরী ও প্রদর্শক এ কে জাফিকে পরীক্ষা চলাকালীন সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব এ ব্যবস্থা নেন।

Bootstrap Image Preview