Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রাইস্টচার্চে সন্দেহজনক বিস্ফোরক উদ্ধার, আটক  ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০২:৫৮ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০২:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ক্রাইস্টচার্চের একটি খালি জায়গায় সন্দেহজনক বিস্ফোরক দ্রব্য পাওয়ার পর এক যুবককে আটক করেছে নিউজিল্যান্ডের পুলিশ। তবে এর সঙ্গে গত মার্চের মসজিদের হামলার কোনো সম্পর্ক রয়েছে কিনা জানা যায়নি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সাউথ আইল্যান্ড শহরে ফিলিপসটাউন এলাকায় ওই সড়কটি ঘিরে রাখে পুলিশ।

জেলা পুলিশ কমান্ডার জন প্রাইস এক বিবৃতিতে বলেন, একটি খালি জায়গায় সন্দেহজনক বিস্ফোরক ডিভাইস ও গোলাবারুদ শনাক্ত  করা হয়েছে। ঘটনাস্থলে বোমা নিস্ক্রিয়করণ ইউনিট, অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বপণ কর্মীদের পাঠানো হয়েছে।

বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট নিরাপদে প্যাকেজটি খুলতে পেরেছে। এ ঘটনায় ক্রাইস্টচার্চের ৩৩ বছর বয়সী এক বাসিন্দাকে আটক করা হয়েছে। পুলিশ জায়গাটি ঘিরে রাখলেও পরে সেখান থেকে চলে এসেছে।

উল্লেখ্য, গত মার্চে  ক্রাইস্টচার্চে  দুটি মসজিদে এক অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ জঙ্গির এলোপাতাড়ি গুলিতে অর্ধশত মুসল্লি নিহত হয়।

 

Bootstrap Image Preview