Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাস্তার ওপর ঝুঁকিপূর্ণ সোলার প্যানেলের খুঁটি, আতঙ্কে পথচারীরা

মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০২:৩৯ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের ভূমি কার্যালয়ের সামনের প্রধান সড়কের ওপর প্রায় এক মাস ধরে একটি স্ট্রিট সোলার প্যানেলের খুঁটি নিচ থেকে ভেঙ্গে ঝুলে আছে। ফলে আতঙ্কের মধ্য দিয়ে ওই পথ দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।এদিকে ঝুঁকিপূর্ণভাবে খুঁটিটি পরে থাকলেও সেটি প্রশাসনের নজরে আসছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের।

সরেজমিনে মঙ্গলবার সকালে সদর বাজার ঘুরে দেখা যায়, সহকারি ভূমি কার্যালয়ের পূর্ব দিকের ব্যস্ততম প্রধান সড়কটির ওপর একটি স্ট্রিট সোলার প্যানেলের খুঁটি নিচ থেকে ভেঙ্গে ঝুলে রয়েছে। এতে যে কোন সময় উক্ত খুঁটিটি ভেঙ্গে পরে প্রাণনাশের মত মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে একাধিক ব্যবসায়ী ও পথচারীদের অভিমত।

এবিষয়ে সদর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আমরা গত এক মাস ধরে ব্যবসায়ীরাসহ পথচারীরা খুব আতঙ্কের মধ্য দিয়ে বাজারে চলাচল করে আসছি। কেন না আমাদের প্রতিদিন প্রয়োজনীয় কাজে বাজারে অনেকবারই আসা যাওয়া করতে হয়। কিন্তু বাজারের ব্যস্ততম প্রধান সড়কের ওপর সোলারের প্যানেলের খুঁটিটি যেভাবে ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে তাতে আমাদের খুব ভয় ও আতঙ্কের মধ্য দিয়ে প্রতিদিন বাজারে চলাচল করতে হয়।

বাজারের আরেক ব্যবসায়ী শেক লিটন হোসেন জানান, এতোদিন ধরে প্রশাসনের নাকের ডোগায় বাজারের ব্যস্ততম সড়কের ওপর একটি লোহার খুঁটি ভেঙ্গে ঝুলে রয়েছে। কিন্তু এ বিষয়টি এতো দিনেও সংশ্লিষ্ট দপ্তরের নজরে আসছে না ও  প্রশাসনও কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না বলে তিনি হতাশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, উক্ত রাস্তাটি দিয়ে বিভিন্ন স্কুল-কলেজের ছেলেমেয়েরা প্রতিদিন ঝুলে থাকা খুঁটিটির নিজ দিয়ে যাতায়াত করে।

এবিষয়ে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার আল সাইদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এবিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদার কোম্পানির লোকদেরকে জানিয়েছি। তারা মনে হয় খুঁটিটি ওখান থেকে সরিয়ে নেয়নি। আমি আবার ওদেরকে বলে দিচ্ছি। তারা যেন শুক্রবারের আগে খুঁটিটি সরিয়ে ফেলে বলে তিনি এ প্রতিবেদককে জানান।

এদিকে, উপজেলা পিআইও কর্মকর্তা খুটিটি সরানোর কথা বলার পনেরো দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে খুটিটির বিষয়ে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 

উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার পূরবী গোদারের কাছে এবিষয়ে জানতে চেয়ে একাধিকবার মুঠোফোনে ফোন দিলেও তিনি তার ফোনটি রিসিপ করেননি। 

Bootstrap Image Preview