Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হিলিতে দুই ফার্মেসির মালিককে জরিমানা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:৪২ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:৪৩ PM

bdmorning Image Preview


দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে মেয়াদর্ত্তীন ঔষধ ও একই ফ্রিজে ঔষধের পাশাপাশি মাছ মাংস সংরক্ষণের দায়ে দুই ফার্মেসির মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার দপুরে বাংলাহিলি বাজারে বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহাকারী পরিচালক মমতাজ বেগম এই জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহাকারী পরিচালক মমতাজ বেগম জানান, আজ হিলি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালানো হয়। এসময় সরকার মেডিসিনে মেয়াদর্ত্তীন ঔষধ রাখার দায়ে ও একই ফ্রিজে ঔষধের পাশাপাশি মাছ মাংস সংরক্ষণের দায়ে তাকে ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ফজিলা ফার্মেসিতে অভিযান চালিয়ে সেখানেও মেয়াদ উত্তির্ন ঔষধ রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট দুটি ঔষধের দোকানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

Bootstrap Image Preview