Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হিলিতে এইচআইভি প্রতিরোধে জনসচেনতামূলক সভা অনুষ্ঠিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview


দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে এইচআইভি এইডসের ভয়াবহতা রুখতে ও প্রতিরোধে জনসচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে যৌনকর্মী ও হিজড়া জনগোষ্ঠিকে নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা লাইট হাউজের আয়োজনে এই এ্যডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

লাইটহাউজ হিলি সাবডিআইসির ইনচার্জ আরিফুজ্জামানের সঞ্চালনায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ওয়াসিফ আলি সরকারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা চৌধূরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা জানান, এশিয়ার মধ্যে এইচআইভি এইডসে আক্রান্ত হওয়ার দিক থেকে ভারত দ্বিতীয়। আর প্রতিদিন হিলি স্থলবন্দর দিয়ে শত শত পণ্যবাহী ট্রাক নিয়ে চালক ও সহকারীরা ভারত থেকে পণ্য নিয়ে হিলি স্থলবন্দরে আসে।

সেই সাথে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে শত শত মানুষ ভারতে যাতায়াত করে থাকে তাই হিলি স্থলবন্দরসহ আশেপাশের এলাকার মানুষ এইচআইভি আক্রান্তের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। একারণে সকলকে এবিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি যার যার অবস্থান থেকে এবিষয়ে সকলকে সচেতন করার আহ্বান জানানো হয়।  

সভায় শিক্ষক, আইনজিবী, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, প্রশাসন ও সাংবাদিকসহ স্থানীয় সুর্ধীজন অংশগ্রহণ করে।

Bootstrap Image Preview