Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামিনের প্রলোভন দেখিয়ে হাজতির স্ত্রীকে কারারক্ষীর ধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৮:০২ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০৮:০২ PM

bdmorning Image Preview


রাজবাড়ী জেলা কারাগারে আটক এক হাজতিকে জামিনের প্রলোভন দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ঘটনার শিকার ওই হাজতির স্ত্রী (২৬)।

এ বিষয়ে জেল সুপার মো. আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কারারক্ষীর সঙ্গে ওই হাজতির বাক-বিতণ্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে।

রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, বিষয়টি খতিয়ে দেখতে জেল সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, সম্প্রতি রাজবাড়ী জুট মিলে কর্মরত এক ব্যক্তি একটি মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে ছিলেন। গত ১ ফেব্রুয়ারি ওই ব্যক্তির স্ত্রী তার স্বামীকে দেখতে জেলা কারাগারে যান। এসময় সেখানকার কারারক্ষী আনিসুর রহমান আজ্জুলের (৩৫) সঙ্গে তার পরিচয় হয়। এই সূত্র ধরে ৫০ হাজার টাকা দিলে ৭ দিনের মধ্যে তার স্বামীকে জামিন করে দেওয়ার আশ্বাস দেন ওই কারারক্ষী।

পরবর্তীকালে ওই কারারক্ষী উকিলের বাড়িতে যাওয়ার কথা বলে তাকে একটি মাহেন্দ্র গাড়িতে উঠিয়ে অজ্ঞাত এক বাড়িতে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। এমনকি এক সহযোগীকে দিয়ে ওই ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ভিডিও করে রাখে। গত ২৪ এপ্রিল রাতে জেলা কারাগার সংলগ্ন শ্মশান ঘাটের ভেতরে নিয়ে ফের ধর্ষণ করে।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য ১৩ মে দিন ধার্য করেছেন।

Bootstrap Image Preview