Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, জুলাই ২০২০ | ২৯ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

অজয় নয়, অক্ষয়কে ভালবাসতেন কাজল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৩:৪০ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৬:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে বলিউডের জনপ্রিয় দুই সুপারস্টার অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল। তাদের মধ্যে সম্পর্কের বোঝাপড়া বেশ ভাল। 

নায়ক অজয়কে বিয়ে করার আগে নাকি অন্য এক বলিউড নায়ককে ভালবাসতেন তিনি। ওই নায়ক রিতিমতো ক্রাশ ছিলেন কাজলের। কাজলের এক ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর এই তথ্যটি প্রকাশ করেছেন।

সম্প্রতি কপিল শর্মার শো-এ অথিতি হিসাবে কাজল ও করণ। সেখানে করণ বলেন, ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ঋষি কাপুর অভিনীত ‘হেনা’র প্রিমিয়ার পার্টিতে অক্ষয়ের মাধ্যমেই কাজলের সঙ্গে আলাপ হয় তার। 

করণের ভাষ্য মতে, ঐ সিনেমার প্রিমিয়াম পার্টিতে সারাক্ষণ কাজল খেয়াল রাখছিল, খুজছিল অক্ষয়কে। অক্ষয় তো সে সময় কাজলের ক্রাস ছিল। ‘হেনার’ প্রিমিয়াম পার্টিতেই আমাদের বন্ধুত্ব হয়।

যদিও অক্ষয়কে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কাজল। করণের কথা শুনে হেসেছেন। বলি মহলের একটা বড় অংশের মতে, তিনি যে অজয়ের প্রতি কমিটেড, তাই যেন বুঝিয়ে দিতে চেয়েছেন কাজল

Bootstrap Image Preview