Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শতাধিক ভাষায় চাকরি খোঁজার সুবিধা আনলো গুগল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০১:১২ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০১:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অনেকেই ফ্রিল্যান্সিং বা ঘরে বসে করা যায়, এমন কাজ খোঁজেন। গুগল তাদের সার্চ ফিচারে এমন সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছে। 

শনিবার (২৭ এপ্রিল) গুগলের ক্লাউড পণ্য ব্যবস্থাপক জেনিফার এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগদাতা ও চাকরি দেওয়ার প্লাটফর্মগুলোকে সাহায্য করার পাশাপাশি আরও বেশি চাকরির প্রার্থীকে যুক্ত করতে উন্নত চাকরি খোঁজার সুবিধা যুক্ত করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে আরও বেশি ঘরে বসে বা দূরে বসে কাজ করার সুবিধা পাওয়া যাবে।

যারা ঘরে বসে কাজ খোঁজেন, তাদের জন্য এই সুবিধাটি দারুণ কাজে দেবে। গুগল তাদের সাইটে ১০০টি ভাষার চাকরি খোঁজার সুবিধা যুক্ত করেছে।

গুগল কর্তৃপক্ষ আরও জানিয়েছে,  এখন গুগল সার্চ ব্যবহারকারীরা ঘরে বসে কাজ করার সুবিধা আছে, এমন কাজ বেশি খুঁজছেন। তাদের কথা ভেবেই নতুন এই সুবিধা আনা হচ্ছে।

Bootstrap Image Preview