Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রেতা সেজে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে ধরল পুলিশ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৭:২২ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৭:২২ PM

bdmorning Image Preview


নওগাঁর বদলগাছীতে অভিনব কায়দায় ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।

শনিবার (২৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টায় অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে ৫ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা- উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে আব্দুল কুদ্দুস(৪৫) ও তার স্ত্রী মর্জিনা বেগম(৩৬)।

এএসআই মিলন বলেন, গোপন খবর পেয়ে আমি প্রথমে মাদক ব্যবসায়ীর ফোন নম্বর সংগ্রহ করি। তারপর ক্রেতা পরিচয়ে ফোন করে ৫ বোতল ফেনসিডিল কিনতে চাই। তখন সে বারবার আমার পরিচয় জানতে চায়। আমি পরিচয়ের বিষয়টি এড়িয়ে গিয়ে বলি- আমাকে সামনাসামনি দেখলেই চিনতে পারবেন।

কিছুক্ষণ পরে তার বাড়ির পাশে গিয়ে ফোন করলে সে বাড়ির ভিতরে আসতে বলেন। কিন্তু নগদ টাকা আগে দিতে হবে বলে ৪ হাজার টাকা আমি মর্জিনাকে দিই। মর্জিনা চুলার পাশে ব্যাগে লুকিয়ে রাখা ৫ বোতল ফেন্সিডিল আমাকে দেয়।

এ সময় বাহিরে দাড়িয়ে থাকা মহিলা কনস্টেবল দ্রুত বাড়ির ভেতরে এসে আসামিকে হাতেনাতে ধরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনে লুকিয়ে থাকা অবস্থায় তার স্বামীকে এএসআই ইয়াকুব আটক করে।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, মাদক ব্যবসায়ী কুদ্দুস ও মর্জিনা দু’জনকেই মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview