Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ৩

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৬:৪৭ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৬:৪৭ PM

bdmorning Image Preview
প্রতীকী


হবিগঞ্জ সদর উপজেলা ও বানিয়াচং উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে শিশুসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, সদর উপজেলার নাজিরপুর গ্রামের কৃষক ডেঙ্গু মিয়া গ্রামের পার্শ্ববর্তী গুঙ্গিয়াজুড়ি হাওরে তার পুত্রদের নিয়ে ধান কাটছিল। এ সময় হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হয়। এতে তারা পিতা-পুত্রসহ ৩ জন বজ্রাঘাতপ্রাপ্ত হয়।

বজ্রাঘাতে ঘটনাস্থলেই ডেঙ্গু মিয়ার মৃত্যু হয়। এ ছাড়াও তার তিন পুত্র তোরাব আলী (৩০), কিতাব আলী (২৫) ও করম আলী (২২) আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক বলেন, উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে সালমা আক্তার (৮) নামে এক শিশু ধানের খলায় খেলা করছিল। এ সময় ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হলে সে বজ্রাঘাত হয়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ রায় তাকে মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের মনফর আলীর কন্যা।

এ দিকে শিশু সালমার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Bootstrap Image Preview