Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্বাসনালিতে মার্বেল আটকে শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৮:৩২ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৮:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে শ্বাসনালিতে কাঁচের বল (মার্বেল) আটকে রাফি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপরের দিকে বল মুখে দিলে সেটি অসাবধানবশত তার শ্বাসনালিতে গিয়ে আটকে রাফির মৃত্যু হয়।

রাফির প্রতিবেশী আবুল হোসেন জানান, বাড়িতে থাকা কিছু কাঁচের ছোট বল (মার্বেল) নিয়ে খেলা করছিল রাফি। হঠাৎ একটি বল মুখে দিলে সেটি অসাবধানবশত তার শ্বাসনালিতে গিয়ে আটকে যায়। এ সময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রাফির বাবা জামিরুল ইসলাম ঢাকার একটি গার্মেন্টসে কাজ করে।

রাফির মা রিয়া বেগম কাঁতে কাঁদতে বলেন, দুপুর ১২টার দিকে ঘরে থাকা কিছু কাঁচের মার্বেল নিয়ে আমার রাফি খেলছিল। যার মধ্যে একটি বল সে মুখে দিলে তা গলায় আটকে যায়। এ সময় রাফি শ্বাস নিতে পারছিল না। বিষয়টি বুঝতে পেরে আমি রাফিকে দ্রুত সদর হাসপাতালে আনার ব্যবস্থা নেই। কিন্তু পথিমধ্যেই আমার রাফির দেহ নিথর হয়ে যায়।

মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মশিউর রহমান জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। শ্বাসনালিতে বল আটকে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

Bootstrap Image Preview