Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে বিডি ক্লিন'র যাত্রা শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৬:২৯ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৬:২৯ PM

bdmorning Image Preview


'একটি ময়লাও যত্রতত্র নয়, এই শহর আমার, শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের' এই স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন সুনামগঞ্জ জেলা শাখার যাত্রা শুরু হল।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে জেলা নতুন শিল্পকলা একাডেমির হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অুনষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

বিডি ক্লিন সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়ক কবির হোসেন নাসিমের সভাপতিত্বে ও সদস্য আহমেদ ইনতি মাসুম ও মাধবীর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান খান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বিডি ক্লিন’র উপদেষ্টা পরিমল কান্তি দে, বাংলাদেশ শিক্ষক কর্মচারি সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিডি ক্লিন’র উপদেষ্টা মো: রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, বিভাগীয় সমন্বয়ক জুবায়ের সাইফুল্লাহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা সকল নাগরিকের দায়িত্ব। তাই সকলকে হাতে হাত মিলিয়ে শহরকে পরিচ্ছন্ন রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Bootstrap Image Preview