Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডে সুড়ঙ্গ খুড়ে থানা থেকে ১১টি বন্দুক নিয়ে পালালো চোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৩:২৫ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৩:২৬ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের একটি পুলিশ স্টেশন থেকে ১১টি বন্দুক নিয়ে গেছে এক সিধেল চোর। গত মাসে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক খ্রিস্টান জঙ্গির এলোপাতাড়ি গুলিতে অর্ধশত মুসল্লি নিহত হওয়ার পর থানায় এসব বন্দুক সমর্পণ করা হয়েছিল।

সন্দেহভাজনকে খুঁজছে দেশটির পুলিশ। পালমারস্টোন নর্থে থানা চত্বরে তাকে এক পুলিশ কর্মকর্তা দেখতে পেয়েছিলেন। কিন্তু সঙ্গে সঙ্গেই পালিয়ে যেতে সক্ষম হয় ওই সিধেল চোর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কমান্ডার পরিদর্শক সারাহ স্টিউয়ার্ট বলেন, একটি স্টোরে রাখা ১১টি বন্দুক খোয়া গেছে। তবে আমি পরিষ্কার করে বলতে চাই- এগুলো পুলিশের ছিল না।

তিনি বলেন, যা ঘটেছে, তা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। এটি একেবারে অগ্রহণযোগ্য।

নিউজিল্যান্ডের আগ্নেয়াস্ত্র আইনে কড়াকড়ি আরোপ করা হলে লোকজন নিজেদের আগ্নেয়াস্ত্র থানায় সমর্পণ করছেন।

লোকজন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় থানায় নিজেদের অস্ত্র সমর্পণ করতে পারবেন। ইতিমধ্যে কয়েক হাজার অস্ত্র জমা পড়েছে।

Bootstrap Image Preview