Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে নববধূ অপহরণ মামলার আসামি আটক

সুুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১০:৫৬ AM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১০:৫৬ AM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুরে নবধূকে অপহরণ ও ধর্ষণের মামলায় পালিয়ে থাকা আসামি কামরুল মিয়াকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার শ্রীপুর উরর ইউনিয়নের চিরিয়াগাঁও নীজ গ্রাম থেকেই তাকে আটক করে র‌্যাব-৯ সিপিসি ৩, সুনামগঞ্জ ক্যাম্পের টহল দল। কামরুল উপজেলার চিরিয়াগাঁও গ্রামের নুর মিয়ার ছেলে।

থানা পুলিশ ও র‌্যাব জানায়, চলতি বছরের ২০ মার্চ রাতে উপজেলার হাওরের দুর্ঘম গ্রাম চিরিয়াগাঁও’র হতদরিদ্র প্রতিবেশীর নববধূকে একই গ্রামের কামরুলের সহযোগীতায় অদুরের গোলকপুর ইসরামপুর গ্রামের তাইছ মিয়ার বখাটে ছেলে শাহিন মিয়া মোটর সাইকেলযোগে অপহরণ করে নিয়ে গিয়ে হাওরেই ধর্ষণ করে হাওরের নির্জন স্থানে ফেলে রেখে যায়।

এ ঘটনায়  ২২ মার্চ তাহিরপুর থানায় ভিকটিম বাদী অপহরণ ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহিন ও  কামরুলকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা তাহিরপুর থানার এসআই মো. গোলাম মোস্তফা জানান, মামলার পরপরই প্রধান আসামি শাহিনকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
 

Bootstrap Image Preview