Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তাহিরপুরে বিট পুলিশিং সেবা বিষয়ক আলোচনা সভা 

সুুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ১০:০৩ AM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ১০:০৩ AM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুরে বিট পুলিশিং সেবা বিষয়ক আলোচনা সভা ও বিট পুলিশ কর্মকর্তার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার বাদাঘাট উওর ইউনিয়ন পরিষদ ভবনে বিট পুলিশ কর্মকর্তার কার্যালয় উদ্বোধন করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল অফিসার)।

ইউপি চেয়ারম্যান মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে থানার ওসি শ্রী নন্দন কান্তি ধরের সঞ্চালয়নায় পরিষদ ভবনে বিট পুলিশিং কর্মকর্তার কার্যক্রম অবহিতকরণ সংক্রান্ত এক সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার তাহিরপুর(সার্কেল) মো. বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাদাঘাট উওর ইউনিয়নে নিয়োগকৃত বিট পুলিশ কর্মকর্তা এসআই আমির উদ্দিন, সহকারি বিট পুলিশ কর্মকর্তা এএসআই মনিরুল ইসলাম প্রমুখ।

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি জানান, উপজেলার সাত ইউনিয়ন পরিষদ ভবনে পর্যায়ক্রমে সাত বিট পুলিশ কর্মকর্তার কার্যালয় চালুর উদ্যোগে নেয়া হয়েছে।

মূলত প্রতিটি ইউনিয়নের মাদক সেবন-বিক্রয়, বাল্য বিবাহ , যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সপ্তাহে দুই দিন এসব কার্যালয়ে ভিট পুলিশিং সেবা অব্যাহত থাকবে এরপরও  যে কোন ধরণের জরুরী অভিযোগ বা মামলা হয় তাহলেও বিট কর্মকর্তা তার কার্যালয়ে বসে মাঠ পর্যায়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাবেন। 

Bootstrap Image Preview