Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৭

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৬:২১ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৬:২১ PM

bdmorning Image Preview
প্রতীকী


নওগাঁর মহাদেবপুরে টর্চ-লাইটের আলো চখে মুখে দেয়ায় সৃষ্ট সংঘর্ষে জহুরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবরামপুর মধ্যপাড়া গ্রামে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের শামসুল হকের ছেলে জহুরুল ইসলাম বুধবার দিবাগত রাত ৯টার দিকে নিজ বাড়ির খলিয়ানে বসে ছিল। এ সময় প্রতেবেশি আশরাফুল ইসলাম বাচ্চু তার হাতে থাকা টর্চ-লাইটের আলো জহুরুলের চখে মুখে পড়লে সে প্রতিবাদ করে বসেন কেন তাকে তাকে টর্চ-লাইট মারা হলো।

এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে প্রতিপক্ষের আঘাতে জহুরুলের মাথা ফেটে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় জহুরুলের বাবা বাদী হয়ে ৯ জনকে আসামি করে মহাদেবপুর থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ ওই রাতেই ৭ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

গ্রেফতারকৃতরা হলো- আসরাফুল ইসলাম বাচ্চু (২৬) কুলছুম (২২) মাহবুব আলম (২৩), মিলন (২১), মোশারফ হোসেন (৫৮), ফাতেমা বেগম (৮৭), আল-মামুন (২৭)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এরশাদ আলী বলেন, চখে মুখে টর্চ-লাইটের আলো দেয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ২ জন পলাতক রয়েছে।

Bootstrap Image Preview