Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাথরঘাটায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৩:৩৮ PM
আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৩:৩৮ PM

bdmorning Image Preview


বরগুনার পাথরঘাটায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে পাথরঘাটা আইনজীবী সমিতি ও পাথরঘাটা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শহরের শেখ রাসেল স্কায়ারে এ মানববন্ধন পালিত হয়। 

এসময় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধনে ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবীসহ সর্বস্থরের অসংখ্য মানুষ ব্যানার ও প্লেকার্ড নিয়ে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তাব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাবির হোসেন, প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মশিউর রহমান, সাংবাদিক আমিন সোহেল, কাউন্সিলর মুনিরা ইয়াসমিন খুশি, নাসিরউদ্দিন সোহাগ, মেহেদী সিকদার প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, পাথরঘাটায় ২৪ ঘন্টায় ৩ ঘন্টাও বিদ্যুৎ থাকে না। প্রখর গরমে অসহনীয় লোড শেডিং এর কারণে অতিষ্ট হয়ে পড়েছে লোকজন, বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে, কম্পিউটার, ফটোকপিসহ বিদ্যুৎ নির্ভর সকল কাজে ভাটা পড়েছে।

এতে জনসাধারণ, শহরের ব্যবসায়ী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। সারাদিন বিদ্যুতবিহীন থাকলেও প্রতি মাসে পল্লী বিদ্যুৎ ভুতুরে বিল তুলে নিচ্ছে। আগামী রমজান মাসের আগে পাথরঘাটায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করলে গ্রাহকরা কোন বিদ্যুৎ বিল পরিশোধ করবে না বলে সমাবেশে ঘোষণা দেয়া হয়। এসময় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বক্তারা।

Bootstrap Image Preview