Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, জুলাই ২০২০ | ২৬ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৭:১৩ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০৭:১৩ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম সোনাইপাড়া খালের উপর ৩০ ফুট দৈর্ঘ্য কালভার্ট নির্মাণ করে দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদফতর। যার ব্যয় ২৪ লক্ষ ৬৮ হাজার ৭০৯ টাকা।

প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হলেও কোনো কাজে আসছে না ব্রিজটি। ব্রিজ আছে তবে নেই সংযোগ সড়ক। সড়ক না থাকায় ব্রিজটি জনসাধারণের ব্যবহার নাই। শুষ্ক মৌসুমে ছোট চৌগ্রাম এলাকার শত শত মানুষ ব্রিজের নিচ দিয়ে যাতায়াত করে থাকে।

জানা যায়, ২০১৫-২০১৬ অর্থবছরে বরাদ্দকৃত অর্থে নির্মিত ব্রিজের সংযোগ সড়ক তৈরি না করায় জনগণের দুর্ভোগ লাঘবের বদলে বেড়েছে দ্বিগুণ।

জনসাধারণের চলাচলে অনুপযোগী হওয়ায় তীব্র ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। তবে এ ব্রিজে সংযোগ সড়ক নির্মাণ করা হলে এলাকার মানুষের ভোগান্তি কমে যাবে। মানুষ ও যানবাহন চলাচলের সুবিধা হবে।

এ বিষয়ে চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, দ্রুত কোন প্রকল্পের মাধ্যমে সংযোগ সড়ক করার জন্য চেষ্টা করা হবে।

Bootstrap Image Preview