Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বনানীর ৯ নম্বর বাড়িতে নেয় হয়েছে জায়ানের মরদেহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০১:৫৬ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০১:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর বনানীর দুই নম্বর রোডের ৯ নম্বর বাসায় পৌঁছেছে শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল রহমান সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১.৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জায়ানের মহদের এসে পৌঁছে। মরদেহের সঙ্গে শেখ সেলিমের স্ত্রী, পুত্র এবং জায়ানের দুই ভাই এসেছে।

তবে আহত স্বামী জায়ানের বাবা মশিউল হক চৌধুরীর সঙ্গে রয়ে গেছেন জায়ানের মা শেখ আমেনা সুলতানা সোনিয়া।

এদিকে জানাজা অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জায়ানের মরদেহ পৌঁছানোর পর শেখ সেলিমের বাসায় শোক সন্ত্বপ্ত পরিবারকে শান্তনা জানাতে দুপুর ২.৩০টায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একদিকে ওই সিরিজ বোমা হামলায় জায়ানের বাবা শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী আহত হয়ে শ্রীলংকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, গত রবিবার শ্রীলংকায় ৩টি গির্জা ও ৩টি হোটেলসহ মোট ৮টি স্থাপনায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। যাতে ৩৫৯ জন নিরীহ মানুষ প্রাণ হারায়। যার একজন জায়ান চৌধুরী৷ জায়ানের বাবা মশিউল আহত হলেও নিরাপদে রয়েছেন তার মা এবং দুই ভাই।

Bootstrap Image Preview