Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাধবপুরের ১০ ইউনিয়নে ২৪ ঘন্টা প্রসব সেবা চালু

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ১২:৪০ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ১২:৪০ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০টি ইউনিয়নে গ্রামীণ পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা উন্নয়নের জন্য ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা কার্যক্রম চালু হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) এ কার্যক্রমকে আরো জোরদার করার লক্ষ্যে মাধবপুর স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমানো এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার লোকদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক মো. কুতুব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের স্থানীয় সরকার পরিচালক মতিউর রহমান, হবিগঞ্জ পরিবার পরিকল্পনার উপ-পরিচালক নাসিমা খানম ইভা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ফাহমিদা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে, চেয়ারম্যান শাহাব উদ্দিন, চেয়ারম্যান আরিফুর রহমান, চেয়ারম্যান ফারুক পাঠান, চেয়ারম্যান আপন মিয়া, চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন প্রমুখ।

Bootstrap Image Preview