Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভারতের লোকসভা নির্বাচনের কারণে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০১:০৬ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ০১:০৬ PM

bdmorning Image Preview


ভারতের লোকসভা নির্বাচনে পশ্বিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় আজ মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য লোর্ড অনলোর্ডসহ কাষ্টমসের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।  

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানায়, আজ মঙ্গলবার ভারতের পশ্চিম বঙ্গের হিলি সহ দক্ষিন দিনাজপুর জেলায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে আজ সেখানে সাধারণ ছুটি থাকায় বন্দর দিয়ে কোন পণ্য আমদানি-রপ্তানি করতে পারবে না বলে একটি চিঠিতে জানিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। তবে আগামীকাল বুধবার সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য কার্যক্রম স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন অফিসার ইন-চার্জ (ওসি) মো: ফিরোজ কবির জানান, ভারতের নির্বাচনের কারণে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও, পাসপোর্ট যাত্রী পারাপারের ক্ষেত্রে কোন বাধা নেই। তবে অন্যান্য দিনের তুলনাই যাত্রী পারাপার একটু কম। প্রতিদিনের মতই দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পরাপার রয়েছে স্বাভাবিক। 
 

Bootstrap Image Preview