Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জায়ানের মরদেহ আসবে বুধবার: হানিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ১০:১৫ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ১০:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত জায়ান চৌধুরীর মরদেহ আগামীকাল মঙ্গলবারের বদলে বুধবার (২৪ এপ্রিল) ঢাকায় আনা হবে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সোমবার রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জায়ান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি।

মাহবুব উল আলম হানিফ জানান, জায়ানের মরদেহ আগামীকাল মঙ্গলবার নিয়ে আসার জন্য পারিবারিকভাবে চেষ্টা চলছিল। তবে এটি একটি হামলার ঘটনা। তাই শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে সময় লাগছে। এ কারণে মরদেহ একদিন পর বুধবার সকালে নিয়ে আসা হবে।

এর আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং শেখ সেলিমের ব্যক্তিগত সহকারী ইমরুল হক গণমাধ্যমকে জানিয়েছিলেন, আগামীকাল মঙ্গলবার ৭টা ৪৫ মিনিটে জায়ানের মৃতদেহ বহনকারী একটি ফ্লাইট শ্রীলঙ্কা থেকে রওনা হয়ে সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

মরদেহ পরিবহনের এই শিডিউল বুধবারও অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন হানিফ।

শেখ সেলিমের ব্যক্তিগত সহকারী ইমরুল হক জানিয়েছেন, জায়ানের মরদেহ বিমানবন্দর থেকে সরাসরি শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আছরের নামাজের পর জানাজা শেষে  মরদেহ দাফনের জন্য বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, রবিবার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং তার নাতি জায়ান চৌধুরী নিহত হন। আট বছর বয়সী জায়ান রাজধানীর সানবিম স্কুলের ছাত্র ছিল।

Bootstrap Image Preview