Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, জুলাই ২০২০ | ২৬ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

মো. আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ১২:২৬ PM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ১২:২৮ PM

bdmorning Image Preview


ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফী হত্যাসহ সকল নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিংড়া উপজেলা শাখা।

সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল বিহারি দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- নাটোর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এড. সুশান্ত কুমার ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওদুদ দুদু, নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুব্রত কুমার সরকার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চাঁদ মোহন সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আঃ ওয়াদুদ মোল্লা, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা সুব্রত কুমার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা নারী নির্যাতন বন্ধে সরকারকে কঠোর হওয়ার জন্য আহ্বান জানান।

Bootstrap Image Preview