Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাঁঠালবাড়ী-চাঁদপুর নৌ-রুট বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ১১:১৬ AM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ১১:১৬ AM

bdmorning Image Preview


নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু হয়ে গেলে কাঁঠালবাড়ি-চাঁদপুর নৌ-রুট বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। দেশের নদী পথগুলো সচল রাখতেই এই পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার।

মাদারীপুরের শিবচরে রবিবার (২১ এপ্রিল) দুপুরে ঈদপূর্বক ইলিয়াছ আহমেদ চৌধুরী ফেরিঘাটের ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ, দেশের জনসাধারণ যাতে সড়ক পথের পাশাপাশি নদী পথেও নির্বিঘ্নে চলাচল করতে পারে সে লক্ষ্যে কাজ করছে মন্ত্রনালয়। যার কারণে রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে নদীগুলো রক্ষার কাজ শুরু করা হয়েছে। অবৈধভাবে যাতে নদী দখল না হতে পারে সেদিকে জির ট্রলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার।

এদিকে প্রধান অতিথি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, পবিত্র ঈদুল ফিতরে যাতে নির্বিঘ্নে ও শান্তিতে যাত্রীরা বাড়ি ফিরতে পারে সেজন্য সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা করা হবে।'

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি আরো বলেন, 'দেশের নদীগুলো রক্ষা করতে সরকার জিরো ট্রলারেন্স নীতিতে চলছে। সুতরাং যারা নদী দখলের চেষ্টা করছেন তারা এখনই সাবধান হয়ে যান। নদীকে বাঁচাতে হবে, আর নদী বাঁচাতে হলে অবশ্যই নদীগুলোকে ড্রেজিং-এর মাধ্যমে খনন করে পুনরুজ্জীবিত করতে হবে।'

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জেলা আওয়ামী লীগের সিনিয়রসহ সভাপতি মুনীর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে সহ অন্যরা।

Bootstrap Image Preview