Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সাভারের ট্যানারি শিগগিরই ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হবে: শিল্পমন্ত্রী

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধি
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ১১:০৬ AM
আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ১১:০৬ AM

bdmorning Image Preview


শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সাভারে বিসিক পরিচালিত বিশাল সম্ভাবনাময় চামড়া শিল্প নগরী আমরা শিগগিরই ব্যবসায়ীদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। হাজারীবাগ থেকে ট্যানারি এখানে স্থানান্তরের পর বর্জ্য ব্যবস্থাপনার যে সমস্যা ছিল সেটা আমারা দূর করেছি। আরো যে আধুনিকায়ন করা দরকার আমরা তা করব। 

রবিবার (২১এপ্রিল) বিকেলে আশুলিয়ার আমান স্পিনিং মিলসের একটি নতুন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান শর্তই হচ্ছে যে কোন শিল্প কারখানার পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ঠিক রাখা। যারা এটাকে অমান্য করছেন তাদের বোঝাতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা যারা বন্ধ রেখে সরকার ও এলাকাবাসীকে ফাঁকি দিয়ে পরিবেশ নষ্ট করছেন তাদের প্রতি লক্ষ রাখতে হবে। এজন্য সংশ্লিষ্ট নজরদারি কমিটিকেও নির্দেশ প্রদান করেন মন্ত্রী।

তিনি আরো বলেন, এছাড়া যারা শ্রমিক, পরিবেশ ও সাশ্রয়ী শিল্পের কথা চিন্তা করেন এসব উদ্যোগক্তাদের সার্বিক সহযোগিতা করা হবে। আমান স্পিনিংয়ের বিদ্যুৎ সাশ্রয়ী এধরণের প্রকল্প এই অঞ্চলের অন্যান্য প্রতিষ্ঠান ও এই অঞ্চলের মানুষের কাছে অনুকরণীয় বলেও জানান তিনি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুযোর্গ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এনাম, আমান স্পিনিং মিলসের চেয়ারম্যান এম আমানুল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান তাহসিন আমান, ব্যবস্থাপনা পরিচাল তাহরিন আমানসহ প্রমুখ।

Bootstrap Image Preview