Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাস্তায় পথচারীদের হাতে মোবাইল-হেডফোন দেখলেই কেড়ে নিচ্ছেন ডিসি ট্রাফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৪:৪৩ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৪:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাস্তায় পথচারীদের হাতে মোবাইল-হেডফোন দেখলেই কেড়ে নিচ্ছেন ডিসি ট্রাফিক। তবে অযথা পথচারীদের কাছ থেকে মোবাইল-হেডফোন কেড়ে নেননি। কানে হেডফোন লাগিয়ে ও মোবাইলে কথা বলতে বলতে যারা রাস্তা পার হচ্ছিলেন তাদের কাছ থেকেই হেডফোন ও মোবাইল কেড়ে নেন।

গতকাল শনিবার চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ‘ট্রাফিক পক্ষ-২০১৯’ পালনকালে এসব কাজ করেন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) হারুন-অর-রশিদ হাযারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা যাদের কাছ থেকে হেডফোন কেড়েছেন সেগুলো গাড়ির চাকার নিচে দিয়ে নষ্ট করে ফেলেছেন। আর যাদের কাছ থেকে তিনি মোবাইল কেড়েছেন তাদের শেষ বারের মতো সতর্ক করে দিয়েছেন। এছাড়া ডকুমেন্টবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে মামলা করেন তিনি। মোটরসাইকেল আরোহীদের হেলমেট পড়তে বাধ্য করার পাশাপাশি শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী ও পথচারীদেরকে রাস্তা পারাপারে সহায়তা করেন এই কর্মকর্তা।

ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) হারুন-অর-রশিদ হাযারী বলেন, পরিবহন চালক-হেলপারসহ সর্বস্তরের জনগণ সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশেই রোধ হবে ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘পথচারীদের সুবিধার কারণেই এই পদক্ষেপ নেওয়া। এই মোবাইল-হেডফোনের কারণেই পথচারীদের অনেকেই দুর্ঘটনার মুখোমুখি হন। তারা যাতে সতর্ক হন তাই এগুলো করা হয়েছে।’

প্রসঙ্গত, চট্টগ্রামে সড়কের দুর্ঘটনা রোধ, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, বেপরোয়া গাড়ি চলাচল থেকে ড্রাইভারদের বিরত রাখা, রোড সাইন চিনে গাড়ি চালানো, ছাত্র-ছাত্রী ও পথচারীসহ সকলের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক পক্ষ-২০১৯ শুরু হয়েছে। সারাদেশের মতো চট্টগ্রামেও কাজ শুরু করে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। আগামী ৩০ এপ্রিল ট্রফিক পক্ষ শেষ হবে।

Bootstrap Image Preview