Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, জুলাই ২০২০ | ২৬ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০১:১৭ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০১:১৭ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় লিটন হোসেন (৪০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাইপাস সংলগ্ন টিঅ্যান্ডটি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন উপজেলার ভবানীপুর গ্রামের দুদু মিয়ার ছেলে।

এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। আটক সজিব হোসেন (২৫) কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরের মজনু শেখের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি আলিম হোসেন শিকদার জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে কুষ্টিয়াগামী ট্রাকটি বনপাড়া এলাকায় মোটরসাইকেলচালক লিটন হোসেনকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় হাইওয়ে পুলিশ ট্রাক ও ট্রাকের চালককে আটক করে। ট্রাকসহ চালককে বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview