Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় কৃষকদের মাঝে সার ও পাওয়ার টিলার বিতরণ

আবু জাফর, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০৬:৪৪ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০৬:৪৪ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় ২০১৯-২০ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের বীজ ও সার বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক, এমপি।

শুক্রবার বেলা ১১টায় উপজেলা চত্বরে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিপুল কুমার, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন প্রমুখ।

পরে তিনি জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় সিআইজি দলের ১০ জন কৃষককে পাওয়ার টিলার প্রদান, ৮ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান এবং ৫মে চক্ষু ক্যাম্প সফল করার লক্ষে মতবিনিময় সভা করেন।

Bootstrap Image Preview