Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাথরঘাটায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

পাথরঘাটা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৮:০৪ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৮:০৪ PM

bdmorning Image Preview


বরগুনার পাথরঘাটায় খরিপ-১ মৌসুমে উচ্চ ফলনশীল (উফশী) আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় পাথরঘাটা উপজেলা কৃষি অফিস কার্যালয়ে এ সার ও বীজ বিতরণ করা হয়।

এ সময় উপজেলার ৭ ইউনিয়ন ও পৌরসভার ১৪৭০ জন কৃষকের মাঝে (উফশী আউশ) ৫ কেজি বীজ ও সার ডিএপি ১৫ কেজি, এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়।

পাথরঘাটা উপজেলা কৃষি অফিসার শিশির কুমার বড়াল এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়াম্যান রফিকুল ইসলাম রিপন, জেলা পরিষদের সদস্য ও পাথরঘাটা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ খালেক, পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মো. শহিদ প্রমুখ।

Bootstrap Image Preview