Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৭:১৯ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৭:২১ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৪% কর্তনের প্রজ্ঞাপন স্থায়ীভাবে বাতিলের জন্য মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি আত্রাই শাখা।

আজ বৃহস্পতিবার উপজেলা ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

জানা যায়, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অবসর ৪% ও কল্যাণ ২% মোট ৬% বর্তমানে কর্তন করে। আগামী হতে আরও অবসর ২% এবং কল্যাণ ২% মোট (৬+৪)% = ১০% কর্তনের প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আজিমুদ্দিন সরদারের সভাপতিত্বে বর্ধিত ৪% কর্তনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন অধ্যক্ষ মো. ইমতিয়াজ হোসেন, প্রধান শিক্ষক আবুহেনা মোস্তফা কামাল, নিরেন চন্দ্র পাল, মো. আনিছুর রহমান, মো. মাসুদুর রহমান, মো. আফজাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন শাহ। মানববন্ধনে উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview